
bortomanbarta.com | 24 jun 2015
তিনি বলিউডের বাদশা, তিনি ক্রিকেটপাগল। ক্রিকেটের প্রতি তার নজর সবসময়। রূপালী পর্দার বাদশা কয়েকদিন আগেও ব্যস্ত সময় পার করছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)’র ৮ম আসরে নিজ দল কলকাতা নাইট রাইডার্সের জন্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়ান হিসেবে শিরোপা ধরে রাখতে না পারার অন্যতম কারণ হিসেবে সাকিবকে পুরো টুর্নামেন্টে না পাওয়ার কথাটি অকপটেই স্বীকার করেছেন।
ক্রিকেটপাগল শাহরুখ ভারত-বাংলাদেশের সিরিজ দেখে অভিভূত হয়েছেন। ভারতের শোচনীয় হারের পরও একটা বিষয়ে খুশি হয়েছেন শাহরুখ। মঙ্গলবার সন্ধ্যায় টাইগার দলপতি মাশরাফি বিন মোর্তজাকে ফোন করে টিম বাংলাদেশকে অসাধারণ ক্রিকেট খেলার জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি।
এদের মাঝে ৫ মিনিটের অধিক সময় কথা হয়েছে। ফোনালাপের বিষয়িটি বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চত করেছে। মাশরাফির বরাত দিয়ে সূত্র আরো জানিয়েছে, বাংলাদেশ যেভাবে ভারতকে হারিয়েছে, তাতে করে বিশ্ব ক্রিকেটে অচিরেই টাইগাররা নতুন পরাশক্তিতে আর্বিভূত হবে। কিংখান তামিম ইকবাল ও মুশফিকের প্রশংসা করতে কার্পণ্য করেননি। কলকাতার জন্যে আগামী দিনে মুস্তাফিজ ও সাব্বির রহমানকে দলে নেয়ার গভীর আগ্রহ প্রকাশ করেন।
Post a Comment
Facebook Disqus