বর্তমান বার্তা ডট কম / ৩ জুন ২০১৫ /  আগামী শুত্রবার শুরু হচ্ছে মুসফিকুর রহমান গুলজারের ‘লাল সবুজের সুর’ চলচ্চিত্রের শুটিং। গাজীপুর কালিয়াকৈরের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং চলবে টানা এক সপ্তাহ। ছবিটির শুটিংয়ে অংশ নিবেন রেসি। এ ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরছেন রেসি। এতদিন তিনি সংসার সামলাচ্ছিলেন। এছাড়াও ১৫ই জুন থেকে রেসির সঙ্গে জুটি বেধে অভিনয় করবেন ওমর সানি।

৭১ এর মুক্তিযুদ্ধর কাহিনী নিয়ে ইমপ্রেস টেলিফিল্মের ব্যনারে নির্মাণ করা হচ্ছে এই ছবিটি।

এ প্রসঙ্গে গুলজার জানয়িছেন, ‘প্রথম লটে ছবিটির বেশির ভাগ কাজ শেষ করতে চাই। এখনি গল্প সম্বন্ধে কিছু বলতে চাই না। তবে ছবিটি দর্শকদের মনে বাংলাদেশকে নতুন করে জাগিয়ে তুলবে বলে আশা করছি। আরো আগেই ছবিটির শুটিং শুরু করতাম। আমার আরেকটা ছবি ‘মন জানে না মনের ঠিকানা’র কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। যার কারণে এটা শুরু করতে করতে একটু সময় লেগেছে। তবে টানা শুটিং শেষ করে অল্প সময়ের মধ্যেই ছবিটি দর্শদের সামনে আনার ইচ্ছা রয়েছে।’

Post a Comment

Disqus