বর্তমান বার্তা ডট কম / ১৩ জুন ২০১৫ / আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দীর বেপারী পাড়া গ্রামে মৃত নাজিমউদ্দিনের পুত্র ইয়াবা সেবন ও বিক্রীকারী সিরাজুল ইসলামকে জনতা ধরে পুলিশে সোপর্দ করেছে। জানা যায় ইয়াবা সেবন ও বিক্রিকারী সিরাজুল ইসলাম গত ১২ই জুন সন্ধ্যায় আনুমানিক ৬.৪৫ টার সময় তার নিজ বাড়ী হইতে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কাঠালিয়া পাড়ার ইসমাইল ফকিরের বাড়ীর পাশে কাঁচা রাস্তায় ইয়াবা বিক্রির জন্য একা একা ঘুরতে থাকলে এলাকার শতাধিক লোকজন তাকে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে। থানা পুলিশ তার নিকট ৪১ পিছ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনার ২০-২৫ দিন পূর্বে ইয়াবা সেবনে তাকে পুলিশ গ্রেফতার করে। ভ্রাম্যমাণ আদালতে তাকে ১৫,০০০/- (পনের হাজার) টাকা জরিমানা আদায় করে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। গ্রেফতার কারীর নিকট থেকে জানা যায় এলাকার রিপন, সুজন ভূইয়া, বাদশা, আশিক, সোলায়মান, রুবেল সহ এলাকার লোকজন তাকে ধরে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুজন ভূইয়াকে থানা পুলিশ ফোনে থানায় এনে জিজ্ঞাসাবাদের জন্য সারারাত থানায় আটক করে রাখে। তার অপরাধ ইয়াবা সেবনকারীকে ধরে পুলিশে দেওয়ার পূর্বে ইয়াবা সেবনকারীকে মারপিট করেছে। থানা অবশেষে ইয়াবা সেবন ও বিক্রিকারী সিরাজুল ইসলাম ও যারা ধরার জন্য সহযোগিতা করেছে তাদের মধ্যে সুজন ভূইয়াকে বিনা অপরাধে ৫৪এ চালান করে। ইয়াবা বিক্রিকারীকে ধরার জের ধরে সুজন ভূইয়াকে কোর্টে চালান করিলে এলাকার লোকজন জানায় ধরে দিলে যদি কোর্টে চালান হয় তবে ভবিষ্যতে এলাকার জনগণ পুলিশের সহযোগিতা করতে নারাজ। বিনা অপরাধে সুজন ভূইয়াকে কোর্টে চালান করায় এলাকাবাসী অসন্তুষ্ট। তাকে মান-সম্মান খুন্য করার জন্র চালান করেছে। কোর্ট থেকে জাবীন দেওয়ার জন্য এলাকাবাসী দাবী রয়েছে।

Post a Comment

Disqus