বর্তমান বার্তা ডট কম / ১৯ জুন ২০১৫ / অভিনয়ের পাশাপাশি ক্যাটরিনা কাইফ যে একজন বিউটিশিয়ান এ খবর কেউ না জানলেও ঘটনা কিন্তু তাই। এরকমই তো শোনা যাচ্ছে! তিনি নাকি অর্জুন কাপুরের রূপচর্চায় সাহায্য করেছেন! যার কারণে বাড়ি থেকে লজ্জায় বেরোতে পারেননি অর্জুন।

কারিনা কাপুরের সঙ্গে অর্জুনের সিনেমা আসতে চলেছে, এ খবর তো সবারই জানা। সম্প্রতি পুরুষদের জন্য গ্রুমিং প্রোডাক্ট লঞ্চ করতে এসে অর্জুন বলেন, ছেলেরা অনেক সময়ই নিজেদের রূপচর্চা বা গ্রুমিংয়ের ব্যাপারে মন দেয় না।

কিন্তু মেয়েরা গ্রুমড আর হাইজিন মেনে চলা পুরুষই পছন্দ করে। সেইসঙ্গে এও জানিয়েছেন, ক্যাটরিনা নাকি তাকে আই-ব্রো প্লাক করে দিয়েছিলেন একসময়।

‘ইশকজাদে’-এর নায়কের যে রূপচর্চা সম্পর্কে একেবারেই কোনো ধারনা ছিল না তা স্পষ্ট তার কথায়। হাসতে হাসতে অর্জুন বলেন, ক্যাটরিনা আমার খুবই ভালো বন্ধু।

আমি যখন অভিনয়ে আসব বলে ঠিক করলাম, ওর কাছে গিয়ে জানলাম যে, আমি আই-ব্রো ঠিক করতে চাই। ক্যাটরিনা ঠিক মেয়েদের মত শেপ করে আমার আই-ব্রো প্লাক করে দিল।

এতে ওর কোনো দোষ ছিল না কিন্তু এ জন্য বেশ কয়েকদিন আমি বাড়ি থেকে বেরোতে পারিনি। ভাগ্যিস জানা গেল ক্যাটের বিউটিশিয়ান অবতার।

Post a Comment

Disqus