সাইফুর রহমান (শুভ) / বর্তমান বার্তা ডট কম / ১ জুলাই ২০১৫ / সোনারগাঁয়ের প্রতিটি মানুষের সুবিধা অসুবিধা দেখার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন । আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার অভিপ্রায় নিয়ে কাজ করে যাচ্ছি । আমি সোনারগাঁয়ের উন্নয়নে সর্বাত্বক চেষ্টা করে সবার মাঝে চির স্মরনীয় হতে চাই । কর্মই মানুষের পরিচয় । কর্মই মানুষকে স্মরনীয় করে রাখে । গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলার বারদী ইউনিয়নের গোয়াল পাড়ায় অনুষ্ঠিত গরিব দুখীদের মাঝে সেমাই চিনি তেল বিতরণ অনুষ্ঠানে এমপি খোকা এসব কথা বলেন । আমিনুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী  নারায়নগঞ্জ-৩ সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা আরও বলেন , সমগ্র সোনারগাঁ আমার পরিবার,কে কি অসুবিদায় আছে তা খুজে বের করে সমাধান করার চেষ্টা করি  । আমি আপনাদের কথা দিয়েছিলাম তিন মাসের মধ্যে আপনাদের চাওয়া রাস্তা করে দিব । আমি আমার ওয়াদা রক্ষা করেছি, আমি প্রায় ৮০ ভাগ  নিজের টাকা খরচ করে কাজগুলো সম্পুর্ন করেছি । ভুইয়া ফাউন্ডেশন কতৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন  জাহাঙ্গীর চৌধরী,জেলা জাতীয় পার্টির যুগ্ন আহব্বায়ক আলী হোসেন আলী , জাপা নেতা রফিক মেম্বার, আয়ুব আলী মেম্বার, মান্নান মেম্বার,  উপজেলা যুবসংহতির আহব্বায়ক  মাসুম চৌধরী । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র সমাজের আহব্বায়ক ফজলুল হক মাস্টার,কামাল হোসেন বাদল ভুইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল ভুইয়া, জসিম ভুইয়া, আলহাজ ছালাউদ্দিন ভুইয়া, লায়ন মোস্তফা কামাল,লায়ন মজিবুর রহমান,স্বপন,মাহফুজুর রহমান মোল্লা, ।

Post a Comment

Disqus