বর্তমান বার্তা ডট কম / ০১ জুলাই ২০১৫ /    ভক্তদের জন্য সুখবর, অনন্তর ব্যক্তিগত সামগ্রী পাওয়া যাবে বিক্রয় ডটকমে। ভক্তদের চাহিদা অনুযায়ী নিজের ব্যবহার্য জিনিসপত্র বিক্রির জন্য বিক্রয়ডটকমে পোস্ট করবেন এই চলচ্চিত্র তারকা।

এসব সামগ্রী বিক্রি থেকে প্রাপ্ত অর্থ তিনি দান করবেন জাগো ফাউন্ডেশনে। এই দাতব্য প্রচারণার নাম রাখা হয়েছে ‘ডিম পাড়বে না’।

জানা গেছে, ভক্তরা competition@bikroy.com ঠিকানায় তাদের চাহিদা অনুযায়ী সামগ্রীর জন্য অনন্তকে অনুরোধ পাঠাতে পারেন। এ ছাড়া বিক্রয় ডটকমের ফেসবুক ফ্যানপেজে সরাসরি লিখতে পারেন। তাৎক্ষণিকভাবে সব অনুরোধ থেকে অনন্ত সিদ্ধান্ত নেবেন কোন সামগ্রী থেকে বেশি অর্থ সংগ্রহ হবে।

বিক্রয় ডটকমের বিপণন বিভাগের পরিচালক মিশা আলী বলেন, ‘ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যার্থে অনন্তর এই উদারতার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি, গ্রাহকরাও এ কর্মসূচিতে এগিয়ে আসবেন।’

Post a Comment

Disqus