বর্তমান বার্তা ডট কম / ০৫ জুলাই ২০১৫ / চালককে মারধর করে সিএনজি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের হয়েছে। গত বুধবার সকালে সিএনজি চালক  বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। জানা গেছে, রুপগঞ্জ থানার যাত্রামুড়াস্থ মমিন হাজীর বাড়ীর ভাড়াটিয়া ও উক্ত এলাকার মোশারফ হোসেন মিয়ার ছেলে সিএনজি চালক জিয়াউর রহমান র্দীঘ দিন ধরে সিএনজি চালিয়ে পরিবার পরিজন নিয়ে কোন মতে জীবন যাপন করছে। এর ধারাবাহিকতায় সিএনজি চালক জিয়াউর রহমান গত ৩০ জুন রাত ৯টায় ঢাকা থ ১১-৫১৪৮ নাম্বারের একটি সিএনজি দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক হইতে ১জন অজ্ঞাত যাত্রী নিয়ে বন্দর থানার মদনগঞ্জ টু মদনপুর সড়কের সোনাচড়া এলাকায় আসে। পরে যাত্রী নামিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ছিনতাইকারিরা সিএনজি চালক জিয়াউর রহমানকে গতিরোধ করে । পরে চালক জিয়াউরকে বেদম মারপিট করে উক্ত সিএনজিটি ছিনিয়ে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের হলেও এ রির্পোট লেখা পর্যন্ত ছিনতাইকৃত সিএনজিটি উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।   

Post a Comment

Disqus