বর্তমান বার্তা ডট কম / ৩ জুলাই ২০১৫ / বলিউড অভিনেত্রী ও বিজিপি এমপি হেমা মালিনী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার রাজস্থানের দাইসার কাছে এক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশু নিহত হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, রাত ৯টার দিকে হেমার মার্সিডিজ গাড়ি এবং বিপরীত দিক থেকে আসা একটি অ্যালট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হেমা মালিনী কপালে আঘাত পান। আর নিহত হয় অ্যালট গাড়িতে থাকা ৫ বছরের এক শিশু।
হেমাকে ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সিটি স্ক্যানসহ তার অন্য টেস্টগুলো করানো হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, রাত ৯টার দিকে হেমার মার্সিডিজ গাড়ি এবং বিপরীত দিক থেকে আসা একটি অ্যালট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হেমা মালিনী কপালে আঘাত পান। আর নিহত হয় অ্যালট গাড়িতে থাকা ৫ বছরের এক শিশু।
হেমাকে ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সিটি স্ক্যানসহ তার অন্য টেস্টগুলো করানো হয়েছে।

Post a Comment
Facebook Disqus