বর্তমান বার্তা ডট কম / ৩ জুলাই ২০১৫ / বলিউড অভিনেত্রী ও বিজিপি এমপি হেমা মালিনী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার রাজস্থানের দাইসার কাছে এক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশু নিহত হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, রাত ৯টার দিকে হেমার মার্সিডিজ গাড়ি এবং বিপরীত দিক থেকে আসা একটি অ্যালট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হেমা মালিনী কপালে আঘাত পান। আর নিহত হয় অ্যালট গাড়িতে থাকা ৫ বছরের এক শিশু।
হেমাকে ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সিটি স্ক্যানসহ তার অন্য টেস্টগুলো করানো হয়েছে।

Post a Comment

Disqus