গাজী পুর প্রতিনিধি / বর্তমান বার্তা ডট কম / ৩ জুলাই ২০১৫ / গাজীপুর মহানগরীর বারইবাড়ি এলাকায় বৃহস্পতিবার বিকালে বিলের পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, গাজীপুর সে রংপুরের মিঠাপুকুর এলাকার তাজপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে ও উত্তরা হাই স্কুলের নবম শ্রেনীর ছাত্র রাকিব হোসেন এবং মহানগরীর পূবাইলের বারইবাড়ি এলাকার মৃত কাজী আয়েত আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৫০) তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, মহানগরীর পূবাইলের বারইবাড়ি এলাকার মোঃ টঙ্গীর মধুমিতা রোডের বাটারফ্লাই শোরুমের ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম তার বাড়িতে পবিত্র রমজান উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করেন। বৃহস্পতিবার আত্মীয় স্বজনরা তার বাড়িতে আসেন। বিকালে নজরুলের স্কুল পড়ুয়া ছেলে অর্নব ও ভাগিনা ছাফাত এবং তার বন্ধু রাকিব হোসেন বাড়ির পাশের বিলে গোসল করতে যায়। এসময় তারা পানিতে ডুবে যায়। এসময় তাদের ডাক চিৎকারে নজরুল ইসলাম উদ্ধার করতে যায়। এসময় নজরুল পানিতে নামলে শিশুরা সকলে বাচার জন্য নজরুলকে জড়িয়ে ধরে এতে ছাফাত ও অর্নবকে তিনি পানি থেকে উদ্ধার করতে পারলেও এক পর্যায়ে নজরুল ও রাকিব হোসেন পানির নীচে তলিয়ে যান। পরে বাড়ির লোকজন তাদের দুজনকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই মারা যায় রাকিব হোসেন। গুরুতর আহত অবস্থায় নজরুলকে ঢাকায় ইউনাইডেট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নজরুল ইসলাম পূবাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আলী হোসেনের ছোট ভাই।
Post a Comment
Facebook Disqus