বর্তমান বার্তা ডট কম / ৩ জুলাই ২০১৫ /  উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার হয়েছেন আনা ইভানোভিচ। তবে সহজেই তৃতীয় রাউন্ডে উঠেছেন দুই উইলিয়ামস বোন সেরেনা ও ভেনাস। বুধবার দ্বিতীয় রাউন্ডে সার্বিয়ার তারকা ইভানোভিচ ৬-৩, ৬-৪ গেমে হেরে যান র‌্যাংকিংয়ে ১৫৮তম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের বেটানি ম্যাটেক-স্যান্ডসের কাছে। একই দিন সেরেনা উইলিয়ামস সরাসরি সেটে হারান হাঙ্গেরির তিমেয়া বাবোসকে। আর সরাসরি সেটেই তার বড় বোন ভেনাস উইলিয়ামসের জয়টি রাশিয়ায় জন্ম নেয়া কাজাখস্তানের খেলোয়াড় ইউলিয়া পুতিনসেভার বিপক্ষে। মেয়েদের এককে দ্বিতীয় রাউন্ডের বাধা পেরোতে ব্যর্থ হন দানিয়েলা হানতুশোভা। বুধবার পুরুষ এককে তৃতীয় রাউন্ডে ওঠেন ক্রোয়েশিয়ার মারিন সিলিচ, কানাডার মিলোস রাওনিচ ও সুইজারল্যান্ডের স্তানিস্লাস ওয়ারিংকা। ওয়েবসাইট।

Post a Comment

Disqus