বর্তমান বার্তা ডট কম / ৬ জুলাই ২০১৫/  নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দক্ষিণ ষোলপাড়া এলাকায় মাদক সন্ত্রাসী ছেলে তার পিতাসহ ৩ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।  এলাবাসী আহতদের উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তিকরা হয়েছে। এঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ করা হয়েছে। আহতরা হলেন মোঃ ইউনুস আলী (৪৫), তার ছেলে ৮ম শ্রেণির ছাত্র ইলিয়াস (১৪) ও শান্ত।
ঘটনাটি ঘটেছে সোমবারে । হাসপাতালে আহত ইউনূস আলী জানান, আমার বড় ছেলে পারভেজ (২৫) একজন মাদক সেবনকারী ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের জড়িয়ে যান। আমি তাকে এসমস্ত খারাপ কাজ ছেড়ে ভালো হয়ে যাওয়া কথা বলে, আমি এবং আমার ছেলেকে কয়েক বার পিটিয়ে আহত করেছে। গত ১৯ দিন আগে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি । গত শুক্রবর কোথায় থেকে ১২/১৩ বছরের এক মাদকাসক্ত মেয়ে নিয়ে বাড়িতে উঠে। পারভেজের কাছে মেয়ের সম্পর্কে  জানতে চাইলে এতে সে এবং তার সঙ্গে মাদকসক্ত ওই মেয়েকে নিয়ে ক্ষিপ্ত হয়ে রোববার ধারালো ছুরা দিয়ে এলোপাতারিভাবে আমার উপর হামলা চালায় । এসময় আমাকে বাঁচাতে আমার ছেলে ইলিয়াস ও শান্ত এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে আহত করে । পরে বাড়ির আশ পাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তিনি আরও বলেন,তার আগে কোথাও থেকে যেন পারভেজ তার বয়সের চেয়ে বড় এক মেয়েকে এভাবে বিয়ে করে নিয়ে আসে বাড়িতে। এবারও তার চেয়ে  অনেক ছোট এবং নেশাসক্ত এক মেয়েকে নিয়ে এসেছে। এঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ে করা হয়েছে।

Post a Comment

Disqus