জি এম সুমন / বর্তমান বার্তা ডট কম / ৩ জুলাই ২০১৫ / ধামগড় ফাঁড়ী পুলিশ ও র‌্যাব ১১ সিপিসি-১ পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ২ লিটার চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে বন্দর থানার সোনাচড়াস্থ ইলিয়াস মেম্বারের জুটের দোকানের সামনে রাস্তার উপর  ও মদনপুর প্লানা পেট্রোল পাম্প এলাকায়  মায়ের দোয়া হোটেলের সামনে থেকে তারদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, ধামগড় ফাঁড়ী ইনর্চাজ এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে  গত বৃহস্পতিবার রাতে বন্দর থানার সোনাচড়া ইলিয়াস মেম্বারের জুটের দোকানের সামনে অভিযান চালিয়ে ২ লিটার চোলাই মদ সহ চট্রগ্রাম জেলার কেয়ারঘানী থানার বাদুরখিল এলাকার মৃত অম্যল্য বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস (৩০)কে গ্রেপ্তার করে। অন্যদিকে র‌্যাব ১১ সিপিসি-১ পরিদর্শক অচ্যুত কুমার দাস গুপ্তসহ তার সঙ্গীয় ফোর্স গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মদনপুর প্লানা পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে  গাঁজাসহ ডেমরা থানার দক্ষিন টেংরা এলাকার মৃত আকরাম আলী মিয়ার ছেলে আইনুল হক (৬০) কে গ্রেপ্তার করে , পরে বন্দর থানায় সোর্পদ করেছে। এ ঘটনায় মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।   

Post a Comment

Disqus