দীপক সুত্র ধর / বর্তমান বার্তা ডট কম / ০১ জুলাই ২০১৫ / অনলাইন নিউজ পোর্টাল বর্তমান বার্তা ডট কম (www.bortomanbarta.com), দৈনিক সংবাদ প্রতিদিন ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় সংবাদ প্রকাশের পর সোনারগাঁও উপজেলার বরাব ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ও দূর্নীতির অভিযোগে ওই অফিসের দুই কর্মকর্তাদের অপসারনের দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় শতাধিক ভূমি মালিকরা। গতকাল বুধবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব ভূমি অফিস এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষুদ্ধ ভূমি মালিকরা ভূমি অফিস কর্মকর্তাদের ছবিতে জুতা ও ঝাড়–র মালা পড়িয়ে দ্রুত অপসারনের দাবী জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এদিকে গ্রামবাসীর দফায় দফায় বিক্ষোভের মুখে অভিযুক্ত ভুমি কর্মকর্তারা অফিস ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্যের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে ওই কর্মকর্তারা পূনরায় কাজে যোগ দেয়।
বিক্ষুদ্ধ ভূমি মালিকরা জানান, অর্পিত (খ) তফসিল সম্পত্তি নামজারির আবেদন মঞ্জুরের নামে বরাব ভূমি অফিসের নায়েব মো: আবু ছায়েদ ও তার সহকারী কামরুল ইসলাম প্রতি শতাংশে ২ থেকে ৩ হাজার টাকা ঘুষ নিয়ে আসছে। যে সকল ভূমি মালিক উৎকোচের টাকা দিতে গড়িমশি করে তাদের নামজারির আবেদনে বিভিন্ন সমস্যা দেখিয়ে না মঞ্জুর করে দেওয়া হয়। অর্পিত (খ) তফসিলের সম্পত্তি নামজারির জন্য সরকার সময় বেধে দেওয়ায় ভূমি মালিকরাও পড়েছে বিপাকে। নিজেদের সম্পত্তি রক্ষার জন্য অনেক ভূমি মালিক বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে কিস্তিতে টাকা উত্তোলন করে তাদের সম্পত্তির নামজারি করে নেন। এদিকে বরাব ভূমি অফিসের নায়েব মো: আবু ছায়েদ ও তার সহকারী কামরুল ইসলামের লাগামহীন ঘুষ দূর্ণীতির কারনে অতিষ্ঠ হয়ে পড়ে স্থানীয় ভূমি মালিকরা। গতকাল দুপুরে বিক্ষুদ্ধ প্রায় দুই শতাধিক ভূমি মালিক একত্রিত হয়ে বরাব ভূমি অফিস ঘেরাও করে জুতা ও ঝাড়– হাতে দফায় দফায় বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় বিক্ষোভের মূখে অভিযুক্ত ওই দুই কর্মকর্তা তাৎক্ষনিক অফিস থেকে পালিয়ে যায়। একপর্যায়ে বিক্ষুদ্ধরা ওই ভূমি অফিসের অন্যসব কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। পরে সাদিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য জয়নাল উদ্দিনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে অভিযুক্ত ওই দুই কর্মকর্তা পূনরায় কাজে যোগ দেয়।
নয়াপুর এলাকার সেলিম মিয়া, জানান, বরাব ভূমি অফিসের নায়েব মো: আবু ছায়েদ ও সহকারী নায়েব কামরুল ইসলাম প্রতি শতাংশ নামজারির জন্য নুন্যতম ২ থেকে ৩ হাজার টাকা উৎকোচ নিয়ে থাকেন। ভরৎ মৌজায় ২০৭৯/১৪-১৫ নম্বারে নামজারীতে ৩৫০ শতাংশ জমির বিপরীতে ১০ লক্ষ টাকা উৎকোচ নিয়েছে। তিনি আরো বলেন, সম্পত্তিতে বিভিন্ন ধরনের সমস্য দেখিয়ে ও উর্দ্ধতন কর্তৃপক্ষের নাম ভাংঙ্গিয়ে ভূমি মালিকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বরাব অফিসের ওই দ্ইু নায়েব।
এব্যাপারে অভিযুক্ত বরাব ভূমি অফিসের নায়েব মো: আবু ছায়েদ ও তার সহকারী কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে উৎকোচ গ্রহণের ব্যাপারে তারা কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তাদের অভিযোগ কিছু সুবিধা ভোগী ব্যক্তিদের সুবিধা না দেওয়ার কারনে তারা গ্রামবাসীকে সঙ্গে নিয়ে এ হট্টগোল করেছে।
এ ব্যাপারে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান জানান, বিক্ষোভের ঘটনাটি শুনেছি। তাদের বিরুদ্ধে একাধীক অভিযোগ রয়েছে। অভিযোগের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


Post a Comment

Disqus