বর্তমান বার্তা ডট কম / ০৮ জুলাই ২০১৫ / আঙুলের চোট কাটিয়ে জাতীয় দলে ফিরলেন মাহমুদউল্লাহ। ওয়ানডে দলে ফিরেছেন বিশ্বকাপে চোটে পড়া এনামুল হক বিজয়ও। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি ২০ ম্যাচের পর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এ সময় নির্বাচক কমিটির বাকি দুই সদস্য মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার উপস্থিত ছিলেন।
ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন মুমিনুল হক ও রনি তালুকদার। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইনজুরিতে পড়া তাসকিন আহমেদ নেই ওয়ানডে দলে। ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তাসকিনের পরিবর্তে দলে ডাকা হয়েছিল জুবায়ের হোসেনকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দলে রয়েছেন এই ডান-হাতি লেগ-স্পিনার। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন এনামুল। এরপরই তার কাঁধে অস্ত্রোপচার করানো হয়। সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটেও ভালো করেছেন এনামুল। মাহমুদউল্লাহ ঠিক ভারত সিরিজের আগেই অনুশীলনের সময় আঙুলের চোটে ছিটকে পড়েন। এখন চিকিৎসক ও ফিজিও মাহমুদউল্লাহকে পুরোপুরি ফিট ঘোষণা করায় তিনি দলে ফিরেছেন। টানা দুটি সিরিজে ওয়ানডে দলে থেকেও না খেলে বাদ পড়তে হল রনিকে। মাহমুদউল্লাহ ফেরায় তাকে বাদ দিয়েছেন নির্বাচকরা। এছাড়া এনামুলকে সুযোগ দিতে গিয়ে মুমিনুলকে বাদ দেয়া হয়েছে।
এনামুল ওপেনার হলেও তাকে ওয়ানডাউনে খেলানোর পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানালেন স্পিনই বাংলাদেশের প্রধান শক্তি। তিনি বলেন, স্পিনারদের আধিক্য আছে দলে। যদি মাহমুদউল্লাহ খেলে, আমাদের একটি অফ-স্পিন অপশন বাড়বে। নাসির আছে। টি ২০তে খেলা সোহাগ গাজীকে আমরা বাদ দিয়েছি কিন্তু মাহমুদউল্লাহ ফিরে এসেছে। স্পিনই মূল শক্তি। দুজন বাঁ-হাতি স্পিনার, একজন লেগ-স্পিনার, দুজন অফ-স্পিনার আছে দলে। আর সর্বোচ্চ তিন পেসার খেলানো হতে পারে। তবে দুই পেসার খেলানোর সম্ভাবনা বেশি। শুক্রবার মিরপুর স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। একই মাঠে ১২ জুলাই সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
বাংলাদেশ ওয়ানডে দল : মাশরাফি মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, লিটন
কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন মুমিনুল হক ও রনি তালুকদার। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইনজুরিতে পড়া তাসকিন আহমেদ নেই ওয়ানডে দলে। ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তাসকিনের পরিবর্তে দলে ডাকা হয়েছিল জুবায়ের হোসেনকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দলে রয়েছেন এই ডান-হাতি লেগ-স্পিনার। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন এনামুল। এরপরই তার কাঁধে অস্ত্রোপচার করানো হয়। সুস্থ হয়ে ঘরোয়া ক্রিকেটেও ভালো করেছেন এনামুল। মাহমুদউল্লাহ ঠিক ভারত সিরিজের আগেই অনুশীলনের সময় আঙুলের চোটে ছিটকে পড়েন। এখন চিকিৎসক ও ফিজিও মাহমুদউল্লাহকে পুরোপুরি ফিট ঘোষণা করায় তিনি দলে ফিরেছেন। টানা দুটি সিরিজে ওয়ানডে দলে থেকেও না খেলে বাদ পড়তে হল রনিকে। মাহমুদউল্লাহ ফেরায় তাকে বাদ দিয়েছেন নির্বাচকরা। এছাড়া এনামুলকে সুযোগ দিতে গিয়ে মুমিনুলকে বাদ দেয়া হয়েছে।
এনামুল ওপেনার হলেও তাকে ওয়ানডাউনে খেলানোর পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানালেন স্পিনই বাংলাদেশের প্রধান শক্তি। তিনি বলেন, স্পিনারদের আধিক্য আছে দলে। যদি মাহমুদউল্লাহ খেলে, আমাদের একটি অফ-স্পিন অপশন বাড়বে। নাসির আছে। টি ২০তে খেলা সোহাগ গাজীকে আমরা বাদ দিয়েছি কিন্তু মাহমুদউল্লাহ ফিরে এসেছে। স্পিনই মূল শক্তি। দুজন বাঁ-হাতি স্পিনার, একজন লেগ-স্পিনার, দুজন অফ-স্পিনার আছে দলে। আর সর্বোচ্চ তিন পেসার খেলানো হতে পারে। তবে দুই পেসার খেলানোর সম্ভাবনা বেশি। শুক্রবার মিরপুর স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। একই মাঠে ১২ জুলাই সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
বাংলাদেশ ওয়ানডে দল : মাশরাফি মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, লিটন
কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন ও মুস্তাফিজুর রহমান।

Post a Comment
Facebook Disqus