বর্তমান বার্তা ডট কম /০৩ জুলাই ২০১৫ / দাবাং, দাবাং-টু তে বাজিমাত করা জোড়ি সোনাক্ষি সিনহা ও সালমান খানের ছবি ১০০ কোটি ব্যবসাই দেয়নি দর্শকদের মনজয় করে নিয়েছেন। আর তাই দাবাং-থ্রিতেও জমজমাট এই জুটির রসায়ন দেখার সুযোগ পাচ্ছে দর্শক।
সালমান খান এ ছবিতে সোনাক্ষির উপস্থিতি নিশ্চিত করেছেন। বর্তমানে ছবিটির চিত্রনাট্যের কাজ চলছে এবং তিন-চার দিনের মধ্যেই এর কাজ শেষ হবে। এ খবরে স্বস্তি লাভ করেছেন সোনাক্ষি সিনহা নিজেও। কারণ দাবাং-থ্রি সিক্যুয়ালে কাজ করা নিয়ে সংশয় ছিল তার নিজেরও। সালমানের হ্যাঁ এর পরপরই ভক্তদের সুখবরটি জানান তিনি।
জানা যায়, অল্প কিছুদিনের মধ্যেই ছবির কাজ শুরু হবে। এটি ২০১৭ সালে মুক্তির লক্ষ্যে নির্মাণ শুরু হবে। সামনের বছর ঈদ, দিওয়ালি বা বড়দিনে মুক্তি পেতে পারে সালমান ও সোনাক্ষির এ ছবিটি।
সালমান খান এ ছবিতে সোনাক্ষির উপস্থিতি নিশ্চিত করেছেন। বর্তমানে ছবিটির চিত্রনাট্যের কাজ চলছে এবং তিন-চার দিনের মধ্যেই এর কাজ শেষ হবে। এ খবরে স্বস্তি লাভ করেছেন সোনাক্ষি সিনহা নিজেও। কারণ দাবাং-থ্রি সিক্যুয়ালে কাজ করা নিয়ে সংশয় ছিল তার নিজেরও। সালমানের হ্যাঁ এর পরপরই ভক্তদের সুখবরটি জানান তিনি।
জানা যায়, অল্প কিছুদিনের মধ্যেই ছবির কাজ শুরু হবে। এটি ২০১৭ সালে মুক্তির লক্ষ্যে নির্মাণ শুরু হবে। সামনের বছর ঈদ, দিওয়ালি বা বড়দিনে মুক্তি পেতে পারে সালমান ও সোনাক্ষির এ ছবিটি।

Post a Comment
Facebook Disqus