সোনালী আক্তার / বর্তমান বার্তা ডট কম / ২৮ মে শনিবার / পঞ্চম ধাপের নির্বাচনের ভোট গণনার মধ্যে দিয়ে বেসরকরিভাবে ফলাফলে চেয়ারম্যান বিজয়ীদের মধ্যে সোনারগাঁয়ে ১০টি ইউনিয়নে চেয়ারম্যানরা হলেন পিরোজপুরে আওয়ামীলীগের মাসুদুর রহমান মাসুম, শম্ভুপুরায় জাতীয় পার্টির হাজী মোঃ আব্দুর রউফ ,নোয়াগাঁওয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাওলানা ইউসুফ দেওয়ান, কাচঁপুরে আওয়ামীলীগের মোশারফ ওমর, সাদীপুরে আওয়ামীলীগের আঃ রশীদ মোল্লা, বারদীতে আওয়ামীলীগের জহিরুল হক, মোগরাপাড়ায় আওয়ামীলীগের আরিফ মাসুদ বাবু, সনমান্দীতে আওয়ামীলীগের জাহিদ হাসান জিন্নাহ, জামপুরে আওয়ামীলীগের হ্মীম শিকদার শিপলু, বৈদ্যেরবাজারে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ডাঃ আব্দুর রউফ,বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে অনিয়ম, কারচুপি ও দলীয় লোকজনের উপর হামলা ও মারধরের অভিযোগ এনে বিকাল ২ টারদিকে বি.এন.পি’র তিন প্রার্থী নির্বাচন বর্জন করেছে।
১০টি ইউনিয়নের মধ্যে বেসরকারীভাবে ৭টিতে আওয়ামীলীগ, ২টিতে আওয়ামীলীগের বিদ্রোহী ও ১টিতে জাতীয় পার্টির প্রার্থীরা জয়লাভ করেছে।
অপরদিকে বিকেলে বৈদ্যেরবাজার ভোট কেন্দ্র থেকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রোবায়েত হোসেন শান্তর লাইসেন্স করা পিস্তলটি জব্দ করেছে পুলিশ।

Post a Comment
Facebook Disqus