জহিরুল ইসলাম সিরাজ / বার্তা প্রতবেদক / ২৪ জুন শুক্রবার ২০১৬ / রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ হাজার পাঁচ শত গরীব দুস্থ্য মানুষের মাঝে যাকাত সামগ্রী বিতারণ করা হয়েছে। বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলামের তত্ত্বাবধায়নে রূপায়ণ গ্রুপের উদ্যোগে বারদী স্কুল এন্ড কলেজ মাঠে যাকাত সামগ্রী বিতারণ করে । বিতারণ কালে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ আলী আকবর রতন । অন্যদের মধ্যে ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টরের পি. এস. মোস্তফফা কামাল ও রাজু আহমেদ। সাবিক সহযোগিতায় ছিলেন দাইয়ান মেম্বারসহ অত্র এলাকার স্বেচ্ছাসেবীরা। সামগ্রী বিতরণ চলে সকাল থেকে বেলা ১টা পর্যন্ত।

Post a Comment
Facebook Disqus