বর্নাতমান বার্রাতা ডট কম / য়ণগঞ্জের বন্দর উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে তিনটিতে জাতীয় পার্টির লাঙ্গল ও অপর দুটিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টায় বেসরকারীভাবে এ ফলাফল পাওয়া গেছে। শনিবার অনুষ্ঠিত ভোটে বন্দরের ৫ ইউনিয়নের মধ্যে মদনপুরে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুস সালাম ৫ হাজার ৩শ ৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি বিএনপির ধানের শীষ প্রতীকের মাজহারুল ইসলাম হিরণ পেয়েছেন ৫ হাজার ১শ ৯৭ ভোট। কলাগাছিয়ায় জাতীয় পার্টির প্রার্র্থী বর্তমান চেয়ারম্যান দেলোয়ার প্রধান ১১ হাজার ২১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম পেয়েছেন ৮ হাজার ৩৮৪ ভোট। এখানে বিএনপির প্রার্থী ছিলেন ছাত্রদল নেতা মহিউদ্দিন শিশির। বন্দর ইউনিয়নে জাতীয় পার্টির এহসানউদ্দিন ৮ হাজার ৩৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের রফিকুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৬১২ ভোট। এখানে বিএনপির প্রার্থী ছিলেন পারভেজ খান। মুছাপুরে জাতীয় পার্টির মাকসুদ হোসেন ১২ হাজার ৩ শ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এখানে আওয়ামী লীগের আবদুল কাদির পেয়েছেন ৩ হাজার ৯৪৭ ভোট। এখানে বিএনপির প্রার্থী ছিল না। ধামগড়ে আওয়ামী লীগের প্রার্থী মাসুম আহমেদ ৭ হাজার ২৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এখানে জাতীয় পার্টির প্রার্থী সদ্য প্রয়াত চেয়ারম্যান আয়নাল হকের ছেলে কামাল হোসেন পেয়েছেন ৬ হাজার ১১১ ভোট। এখানে বিএনপির প্রার্থী ছিলেন মাসুদ রানা। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচনের ৫৬টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ। চেয়ারম্যান পদে ২৮ জন ও মেম্বার পদে তিন শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বন্দরের ৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ১০ হাজার ৬শ’ ৭৬ জন। ৫৬ টি ভোট কেন্দ্রে ৫৬ জন প্রিসাইডিং অফিসার, ২৯১ জন সহকারী প্রিসাইডিং অফিসার,৫শ’৮৪ জন পোলিং অফিসার এবং ৯শ’ ৩০ জন ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।

Post a Comment

Disqus