নিজস্ব প্রতিবেদক / বর্তমান বার্তা ডট কম / ১৮ জুন ২০১৬ / বন্দরে কাতার প্রবাস ফেরৎ দিপু (২৭)কে ছুরিকাঘাত করে হত্যার ব্যার্থ চেষ্টার ঘটনায় সন্ত্রাসী রেদওয়ানের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানিয়ে মানববন্ধন করেছে বুরুন্দী এলাকার সচেতন জনগন। গতকাল শুক্রবার বাদ জুম্মা বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বুরুন্দী এলাকার সমাজ সেবক হাজী মোঃ জাকির হোসেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন বুরুন্দী এলাকার সমাজ সেবক হাজী আবু হানিফা, হাজী সাইফুউদ্দিন, হাজী কবির হোসেন, বুরুন্দী এলাকার সমাজ সেবক তোফাজ্জল হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার মোসলেউদ্দিন, হাজী ওবায়দুল মুন্সি, উজ্জল সরকার, শাহজাহান, সুমন প্রধান, শাহিন, সারজাহান, হোসেন প্রধান, মুরছালিন, আলতাব, হৃদয়, মহিউদ্দিন, মফিজউদ্দিন, নাদিম, ফয়সাল, মোস্তাকিম, অভি, ইমতিয়াজ, মেখ ফরিদ, আলামিন, রাজু, সাইফুল, সোহাগ, বুলবুল, ডালিম, পিয়াম ও সোহেলসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর থানার বুরুন্দী দক্ষিনপাড়া এলাকার মৃত জসিম উদ্দিন মিয়ার ছেলে দিপু জিবীকার তাগিদে কাতার পাড়ি জমায়। র্দীঘ দিন ধরে প্রবাসে থাকার দিপু গত ৩ মাস পূর্বে ৪ মাসের ছুটি নিয়ে দেশে আসে। সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনের টাকা ভাগবাটওয়ারা নিয়ে বুরুন্দী উত্তরপাড়া এলাকার মাসুদ মিয়ার সন্ত্রাসী ছেলে রেদওয়ানের সাথে প্রবাস ফেরৎ দিপুর সাথে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে সন্ত্রাসী রেদয়ান কৌশলে প্রবাস ফেরৎ দিপুকে বাড়ী থেকে মোবাইল ফোনে ডেকে এনে পেটে ও গলায় ছুরিকাঘাত করে নগদ ৭ হাজার টাকা, গলার চেইন, বেসলেট ও আংটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী সন্ত্রাসী রেদওয়ানের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধসহ অনিতিবিলম্বে গ্রেপ্তার পূর্ব শাস্তির দাবি জানিয়ে বুরুন্দী এলাকাবাসী এ মানববন্ধন করেন।
Post a Comment
Facebook Disqus