বর্তমান বার্তা ডট কম / ০৭ জুন ২০১৬ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা,ভাংচুর করে নগদ ২ লাখ আটত্রিশ হাজার  টাকা,৫স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং একটি স্টিলের আলমারি, একটি শোকেজ, একটি টিভি, দুইটি খাট ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলে একদল সন্ত্রাসী । এসময় সন্ত্রসীরা একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করা অভিযোগ পাওয়া গেছে । এঘনায় বাড়ির মালিক রাশিদা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। 
রাশিদা জানান, একই ইউনিয়নের উলুকান্দি গ্রামের সিরাজের সঙ্গে রাশিদার দীর্ঘদিন ধরে বাড়ি নিয়ে বিরোধ চলছে ,এরই জের ধরে গতকাল ৬ জুন সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সিরাজ ও তার ছেলে সাহাদাত হোসেনের নেতৃত্বে ২০-২৫ জনের একদল সন্ত্রাসী বাড়ির ভিতরে হামলা চালিয়ে বাড়িঘর ও আসবাপত্র ভাংচুর করে নগদ ২ লাখ আটত্রিশ হাজার  টাকা এবং ৫ভরি স্বর্নালংকার নিয়ে যায়  এসময় আমার ছেলে রানা (২২) মেয়ে কলেজ ছাত্রী  রেশমা আক্তার (১৮)  বাধা দিলে  তাদের দু‘ জনকে কুপিয়ে আহত করে । সন্ত্রাসী প্রতিজনের  হাতে ধারালো দা ও লোহার রড ছিলো। এঘটনায় আমি বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। 


Post a Comment

Disqus