নিজস্ব প্রতিবেদক / বর্তমান বার্তা ডট কম / ২৬  জুন ২০১৬ / শের-ই-বাংলা গবেষণা পরিষদ নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটি ঘেষানা করা হয়েছে। শের-ই-বাংলা কেন্দ্রীয় কমিটি গভঃ রেজিঃ নং এস-৮৪৯২ (৫১৩) ২০০৮ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও মহা সচিব আর কে রিপন নারায়ণগঞ্জ জেলা কমটিরি আহবায়ক হিসেবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মাহফুজুল আলম জাহিদ, বন্দর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে সদস্য সচিব করে কমিটি ঘোষনা করেন। কমিটি ঘোষাণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জুল ইসলাম, সাবেক বিচারপতি জয়নুল আবেদীন, সাবেক তথ্য সচিব মাগুব মোর্শেদ ও অর্থ মন্ত্রণারয়ের সচিব উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক করা হয় মহিউদ্দিন সিদ্দিকী, লতিফা বেগম, লুৎফা কবির লিপি, নজরুল ইসলাম, সাকির আহাম্মে বাপ্পি ও এনামুল হক রিয়াদকে। ৯০ দিনের মধ্যে পূর্নঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।


Post a Comment

Disqus