নিজস্ব প্রতিবেদক / বর্তমান বার্তা ডট কম / ৩০ জুন ২০১৬ / বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে বাংলা ডকইয়ার্ডে নামে একটি বেসরকারী বাল্কহেড মেরামত ও নির্মাণকারী প্রতিষ্ঠানে  সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় গুলি বর্ষণ করে এলাকায় আতংক সৃষ্টি করা হয়। এ সময়  মাসুম নামে ৯ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়।  হামলায় ডকইয়ার্ডের মালিক ও বাংলাদেশ হকার্সলীগের কেন্দ্রীয় সহ সভাপতি আবুল কালাম বাসুসহ মোস্তফা(২৩) হোসেন(২৫) মাসুদ(২৪), নাদিম (২২) নামে ৪ জন আহত হয়।  এ সময় ব্যাপক ভাংচুর চালানো হয়। বন্দর উপজেলা ছাত্রলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালানো হয় বলে ডকইয়ার্ড মালিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নং  কাউন্সিলরের ভাই রানার নেতৃত্বে হামলা হয় বলে দাবি করেছেন ছাত্রলীগ নেতা খান মাসুদ। পুলিশ হানিফ ও জাহাঙ্গীর নামে ২ জনকে গ্রেফতার করেছে। এর আগে রোববার রাতে হামলা চালিয়ে বাংলা ডকইয়ার্ড দখলে নেয়ার চেষ্টা করা হয় বলে সুত্র জানায়। 
স্থানীয় সুত্র জানায়, বন্দর খেয়াঘাট সংলগ্ন সরকারী খাস জমি লিজ নিয়ে বাংলা  ডকইয়ার্ড নামে একটি ডকইয়ার্ড স্থাপন করেন হাজী আবুল কালাম বাসু। তিনি ২০ বছর ধরে এ ব্যবসা করছেন বলে জানা গেছে।
 আবুল কালাম বাসু জানান, বন্দর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি খান মাসুদ তার কাছে দীর্ঘদিন যাবত চাঁদা দাবি করছিল। চাঁদা না দেয়ায় এর আগে কয়েকবার ডকইয়ার্ডে হামলা চালায় খান মাসুদ। সে কয়েকবার ডকইয়ার্ডটি তালাবদ্ধ করে দেয়। পরে প্রশাসনের সহায়তায় তালা খোলা হয় । প্রত্যক্ষদর্শী ও ডকইয়ার্ড মালিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে অস্ত্রশস্ত্র নিয়ে খান মাসুদের নেতৃত্বে ডকইয়ার্ডে আবারও হামলা চালানো হয়। তালা ভেঙ্গে ডকইয়ার্ডে প্রবেশ করে বাসুকে মারধর করে সন্ত্রাসীরা। এরপর মোস্তফা ও হোসেন নামে ডকইয়ার্ডের দুই কর্মচারী পিটিয়ে আহত করে  তারা। পরে অফিসের তালা ভেঙ্গে ৪ লাখ ৪০ হাজার টাকা লুট করে বলে ডকইয়ার্ড মালিক বাসু জানান।  এলাকাবাসী ও পুলিশের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা পিছু হটে। এ ঘটনার পর একরামপুর ও ইস্পাহানী এলাকায় পথচারীদের উপর তান্ডব চালায় সন্ত্রাসীরা। পথচারীদের মারধর করে এবং তাদের লক্ষ্য করে গুলি চালায় তারা। এ সময় স্টাডি কিন্ডার গার্টেনের সামনের একটি বাসার ভিতরে  গুলিবিদ্ধ হয় ৯ বছরের  শিশু মাসুম। মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুম একরামপুর এলাকার মাছ বিক্রেতা হাবিবুর রহমানের ছেলে। সে ব্র্যাক স্কুলের ২য় শ্রেণির ছাত্র বলে জানা গেছে।  
এ ব্যাপারে খান মাসুদ জানান, বাংলা ডকইয়ার্ডটি তার চাচা কুতুবউদ্দিন খানের  মালিকানাধিন। আবুল কালাম বাসু ভাড়া নিয়ে তা দখল করে রেখেছেন। আমি হামলা করিনি বরং পাওনা টাকার জন্য বাসুর সাথে শ্রমিকদের সংর্ঘষ হয়েছে।
এ ব্যপারে ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধানের পিএস রানা জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে কিছু লোক লাল রংয়ের মোটর সাইকেল যোগে এসে অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং ফাঁকা গুলি করে। এ সময় গুলি বিদ্ধ হয়ে শিশু মাসুম আহত হয়। সংবাদ পেয়ে কাউন্সিলর দুলাল প্রধান শিমুর সকল চিকিৎসার ব্যবস্থা নিয়েছেন।
বন্দর থানার ওসি আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে বন্দর ফাঁড়ির ইনচার্জ দারোগা অখিলকে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ডকইয়ার্ড মালিক আবুল কালাম বাসু আরো জানান, রোববার রাতে  খান মাসুদের নেতৃত্বে সন্ত্রাসীরা  ডকইয়ার্ডে হামলা চালায়। তারা ডকইয়ার্ডের বিভিন্ন মেশিনপত্র ভাংচুর করে। এরপর নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের পতœী বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন।


Post a Comment

Disqus