আনিসুর রহমান সোহান / বার্তা প্রতিবেদক / ০৫ জুলাই ২০১৬ / রোটারী ক্লাব অব সোনারগাঁ হ্যারিটেজ-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলার মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তনে প্রায় শতাধিক দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী হিসেবে সেমাই-চিনি, গুরু দুধ, পোলাও চাউল, ভোজ্য তেল ও ঘিঁ বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারিয়ান মোস্তফা কামাল নিলু। এসময় আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সোনারগাঁ হ্যারিট্যাজ এর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আনিসুর রহমান সোহান, প্রেসিডেন্ট রফিকুল হায়দার বাবু, প্রেসিডেন্ট ইলেক্ট ইঞ্জিনিয়ার এ. এস. এম. তৌহিদ আহম্মেদ মিলন, ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদির ভুঁইয়া, সেক্রেটারী মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব, মো. মফিজ উদ্দিন, তরুন ব্যবসায়ী আল-মামুন বাবু ও সমাজ সেবক কাকুলী আক্তার সহ অন্যান্য আরো অনেকেই। পরে উপস্থিত ক্লাব সদস্যদের নতুন রোটারী বছরের শ্লোগান “রোটারী সার্ভিং হিউমিনিটি” এই মূল মন্ত্রকে সামনে রেখে সারা বছর এ ধরনের সার্ভিস প্রজেক্ট করার প্রত্যয় ব্যক্ত করার মধ্যদিয়ে ক্লাব প্রেসিডেন্ট রফিকুল হায়দার বাবু অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Post a Comment
Facebook Disqus