বার্তা নিউজ / ২৩ জুলাই ২০১৬/ বন্দরের নবীগঞ্জ গুদারাঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে যাত্রীদের সঙ্গে ইজারাদারের লোকজনের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটছে। যাত্রীরা জানান, ইজারা প্রদান কারী সংস্থা বিআইডবি¬উটিএ’র নির্দেশনা অনুযায়ী নবীগঞ্জ গুদারাঘাটে জনপ্রতি এক টাকা করে টোল আদায় করা হত। কিন্তু ঈদের দুই দিন আগে কোন কারণ ছাড়াই এক টাকা বাড়িয়ে টোলের পরিমাণ করা হয় ২ টাকা। মালামাল পারাপারেও জোরপূর্বক আদায় করা হয় অতিরিক্ত টোল। ঈদ বকশিসের নামে অতিরিক্ত টাকা নেয়া হয় বলে সূত্র জানায়। কিন্তু ঈদ পেরিয়ে গেলেও এখনও চলছে অতিরিক্ত টোল আদায়। এ নিয়ে প্রতিদিন যাত্রীদের সঙ্গে ইজারাদারের লোকজনের কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটছে। বন্দরের নবীগঞ্জ এলাকার আয়নাল মিয়া স্বল্প বেতনে কাজ করেন নদীর পশ্চিম পাড়ের একটি হোসিয়ারী কারখানায়। প্রতিদিন তিনি ট্রলারে শীতলক্ষ্যা নদী পাড় হয়ে কাজে যান। আগে নদী পারাপারে এক টাকা দিতেন। এখন ২ টাকা দিতে হয় বলে আসা যাওয়ায় খরচ পড়ে ৪ টাকা। অতিরিক্ত ২ টাকা তার মত নিম্ম আয়ের যাত্রীদের জন্য সমস্যা বলে তিনি জানান। তিনি টোলের পরিমাণ এক টাকা করার দাবি জানান। কাইতাখালী এলাকার নবীর হোসেন একটি টেলিভিশন মেরামতের জন্য নদীর পশ্চিম পাড়ে নিতে নবীগঞ্জ ঘাটে আসেন। তার কাছ থেকে নেয়া হয় ২০ টাকা। এর প্রতিবাদ করলে তাকে লাঞ্চিত করে ইজারাদারের লোকেরা।
ভূক্তভোগী যাত্রীরা জানান, নবীগঞ্জ গুদারাঘাট যাত্রীদের আনাগোনায় দিন রাত ব্যস্ত থাকে। প্রতিদিন কয়েক হাজার যাত্রী এই ঘাট দিয়ে যাতায়াত করেন। কিন্তু যাত্রী সেবা বলতে কিছুই নেই এখানে। ইজারাদারের খেয়াল খুশিমত চলছে ঘাটটি। তার কাছে জিম্মি ঘাটের কয়েক হাজার যাত্রী। তিনি ইচ্ছামাফিক টোল আদায়, মালামাল পারাপারে অতিরিক্ত টাকা আদায়ে জোর খাটাচ্ছেন বলে যাত্রীরা অভিযোগ করেন।
অভিযোগ অস্বীকার করে ইজারাদার জানান, বিআইডবি¬উটিএর নির্দেশনা অনুযায়ী টোল আদায় করা হচ্ছে।
Post a Comment
Facebook Disqus