বার্তা নিউজ / ২৩ জুলাই ২০১৬/
বিদেশ পাঠানোর নাম করে প্রতরানা মাধ্যমে নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক প্রবাস ফেরত শফিকসহ তার ছোট ভাই আশরাফুল। প্রতারনার ঘটনাটি ঘটেছে বন্দর থানার মীরকুন্ডি এলাকায়। টাকা না পেয়ে এ ব্যাপারে কুলসুম বেগম গতকাল শনিবার দুপুরে প্রতারক ২ ভাইকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, গত ১১ মাস পূর্বে বন্দর থানার মীরকুন্ডী এলাকার রফিকুল মিয়ার ছেলে কামাল হোসেনকে সৌদিআরবে পাঠানোর নাম করে তার বড় বোন কুলসুম বেগমের কাছ থেকে নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় একই থানার বালুর চর এলাকার মৃত জুলহাস মিয়ার প্রবাস ফেরত ছেলে প্রতারক শফিক ও তার ছোট ভাই আশরাফুল। প্রতারক ২ ভাই র্দীঘ দিন ধরে বিদেশের টাকা নিয়ে কামাল হোসেনকে সৌদি আরবে নিতে ব্যার্থ হলে কুলসুম বেগম তার পাওনা টাকা ফেরত চায়। প্রতারক ২ ভাই পাওনাদারকে টাকা দেই দিচ্ছি বলে নানা ভাবে তালবাহানা করে। এর ধারাবাহিকতায় কুলসুম বেগম গত ১৬ জুন সকালে প্রতারক ২ ভাইয়ের কাছে তার পাওনা টাকা চাইলে প্রতারকরা ক্ষিপ্ত হয়ে টাকা না দিয়ে উল্টা প্রান নাশের হুমকি দামকি দেয়। এ ঘটনায় কুলসুম বেগম বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করছে।
বন্দরে বিদেশ পাঠানোর নাম করে টাকা আত্মসাত
বার্তা নিউজ / ২৩ জুলাই ২০১৬/
বিদেশ পাঠানোর নাম করে প্রতরানা মাধ্যমে নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক প্রবাস ফেরত শফিকসহ তার ছোট ভাই আশরাফুল। প্রতারনার ঘটনাটি ঘটেছে বন্দর থানার মীরকুন্ডি এলাকায়। টাকা না পেয়ে এ ব্যাপারে কুলসুম বেগম গতকাল শনিবার দুপুরে প্রতারক ২ ভাইকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, গত ১১ মাস পূর্বে বন্দর থানার মীরকুন্ডী এলাকার রফিকুল মিয়ার ছেলে কামাল হোসেনকে সৌদিআরবে পাঠানোর নাম করে তার বড় বোন কুলসুম বেগমের কাছ থেকে নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় একই থানার বালুর চর এলাকার মৃত জুলহাস মিয়ার প্রবাস ফেরত ছেলে প্রতারক শফিক ও তার ছোট ভাই আশরাফুল। প্রতারক ২ ভাই র্দীঘ দিন ধরে বিদেশের টাকা নিয়ে কামাল হোসেনকে সৌদি আরবে নিতে ব্যার্থ হলে কুলসুম বেগম তার পাওনা টাকা ফেরত চায়। প্রতারক ২ ভাই পাওনাদারকে টাকা দেই দিচ্ছি বলে নানা ভাবে তালবাহানা করে। এর ধারাবাহিকতায় কুলসুম বেগম গত ১৬ জুন সকালে প্রতারক ২ ভাইয়ের কাছে তার পাওনা টাকা চাইলে প্রতারকরা ক্ষিপ্ত হয়ে টাকা না দিয়ে উল্টা প্রান নাশের হুমকি দামকি দেয়। এ ঘটনায় কুলসুম বেগম বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করছে।
Post a Comment
Facebook Disqus