বার্তা  নিউজ/ ২৫ জুলাই ২০১৬ / কৃষি,মৎস্যসম্পদ,বন,প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পর্যটন, শিল্প কারখানা ইত্যাদি ক্ষেত্রে ভুমির গুণাগুণ ও বৈশিষ্ট্য অনুযায়ি এর পরিকল্পিত ও পরিমিত ব্যবহার নিশ্চিত করা; ইউনিয়ন ভিত্তিক ভূমি ব্যবহারিক ম্যাপ একাত্রিত করে প্রতিটি উপজেলার  ডিজিটাল ভূমি জোনিং ম্যাপ তৈরি করা নিয়ে এক মতবিনিময় সভা সোমবার সকাল ১০ টার দিকে সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক কফিলউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নজরুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ্ আলম রূপন,  প্রকল্প কর্মকর্তা আব্দুস সাত্তার, ও, সোনারগাঁ থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আ ফ ম জাহিদ ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মাহবুবুর রহমান।

Post a Comment

Disqus