হাছান মাস্টার /  আড়াইহাজার / ২৪ জুলাই ২০১৬ / আড়াইহাজার উপজেলা মাহমুদপুর ইউনিয়ন শালমদী নতুন বাড়ি গ্রামের আলী হোসেনের পুত্র আঃ রশিদ এর নামে মুল্লুকসাদী গ্রামের মোবারক হোসেন এর কন্যা মাইফুল আক্তার বিগত ১৫-০৯-২০১৫ইং তারিখে ধর্ষনের অভিযোগ এনে রশিদের বিরুদ্ধে সাজানো ও ভূয়া মামলা দায়ের করেছে বলে এলাকা রশিদ এর পরিবারের নিকট হইতে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও রশিদের পরিবার বর্গ জানায় মাইফুল আক্তার তার বড় বোন রুশিয়া, রশিদ এর মাধ্যমে বুম্বাই যায় নাই ও রশিদ তাদের ২ বোনকে বুম্বাই পাঠানোর কোন কাজে জড়িত ছিল না। তারা ২ বোন অন্য লোকের মাধ্যমে বুম্বাই যাওয়ার পথে পুলিশ কর্তৃক বড় বোন রুশিয়া আটক হয়। মাইফুল আক্তার পুলিশ কর্তৃক আটক না হওয়াতে বুম্বাই শহরে কিছু দিন অবস্থান করে দেশে ফিরে আসে। পুলিশ বড় বোনকে ৭দিন আটক রেখে পরে ছেড়ে দিলে রুশিয়া ছাড়া পেয়ে বুম্বাই থেকে যায়। প্রায় ১ বছর পর বুম্বাই শহরে চাকরি করে গত ২০/০৭/২০১৬ইং তারিখে তার নিজ বাড়িতে চলে আসে। এই সূত্র অনুযায়ী এলাকাবাসী ও রশিদ তার পরিবার বর্গ জানান রশিদের বিরুদ্ধে মাইফুল আক্তার তাদের ক্ষতি করা স্বার্থে ভূয়া ধর্ষণ মামলা দায়ের করেন। রশিদের বোন আবেদা প্রবাসি জীবনে এখনো রয়েছে। রশিদের পরিবার বর্গের বিরুদ্ধে কোন ভূয়া মামলা না করতে পারে এই নিয়ে রশিদের আত্মীয় স্বজন এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গের নিকট ঘুরে বেড়াচ্ছে। এলাকাবাসী নিকট থেকে আরো জানা যায় রুশিয়াকে রশিদ গং কখনো বিদেশ পাঠানো কোন ব্যাপারে জড়িত ছিল না। ধর্ষণের গুজব ছড়াইয়া মাইফুল আক্তার সাজানো ধর্ষণ মামলা দায়ের করে বলে জানা যায়। এলাকাবাসীর নিকট থেকে আরো জানা যায় মামলার এজাহারে সাতক্ষিরা নামক স্থানে তাদের ২ বোনকে নিয়ে রশিদ অন্য লোকের মাধ্যমে বুম্বাই পাঠানো ব্যবস্থা করেছে তা সম্পূর্ন সাজানো নাটক। রশিদ একজন সরল সহজ মানুষ তাদেরকে ক্ষতি করার স্বার্থে মাইফুল আক্তার মিথ্যা মামলা দায়ের করে। এলাকাবাসী আরো জানান রশিদের বউ আবেদা বিশেদে চাকরি করে স্বাবলম্বী থাকায় তাদেরকে আর্থিক ক্ষতি করায়  এই মিথ্যা মামলা দায়ের করা হয়। রশিদ বর্তমানে জেল হাজতে রয়েছে। দীর্ঘ এক বছর রশিদ জেলে থাকায় তার পরিবারে ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকবাসী ও রশিদের আত্মীয় স্বজনদের দাবি রশিদের জীবন বাঁচানো জন্য এই মিথ্যা মামলা হইতে রক্ষা করার স্বার্থে স্থানীয় প্রশাসন, উর্ধতন প্রশাসনের নিকট জোড়াল দাবী করেন যে সরেজমিনে তদন্ত পূর্বক আইনগত ভাবে উক্ত মামলার আসামীকে খালাশ দেওয়ার জন্য এলাকাবাসীর দাবি রয়েছে। 


Post a Comment

Disqus