বার্তা নিউজ / ২৯ জুলাই ২০১৬ / বন্দর থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে বন্দরের আদমপুর এলাকা থেকে ৫ জুয়ারিকে গ্রেফতার করেছে। পুলিশ জুয়ার আসর থেকে নগদ ২ হাজার টাকা ও তাসের পাতা জব্ধ করে। গ্রেফতারকৃতরা হলো আদমপুর এলাকার রায়হান মিয়ার ছেলে মজিবর রহমান (২৪), খোকা মহিউদ্দিনের ছেলে রাকিব (২২), সানোয়ার মিয়ার ছেলে কাওসার (২৬), মৃত বাহাউদ্দিন মিয়ার ছেলে রাকিব (২৫) ও জিওধলা এলাকার মৃত বাবু মিয়ার ছেলে পিয়ার আলী(২৫)। গতকাল শুক্রবার পুলিশ তাদের জুয়া আইনের মামলায় আদালতে প্রেরণ করে।

অন্যদিকে বন্দর থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে বন্দরের কুড়িপাড়া ও নোয়াদ্দা এলাকা থেকে মামলার ও আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃরা হলো বন্দরের কুড়িপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে বন্দর থানার ১৯(৫)১৬ মামলার আসামী আরমান (২২) ও নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার শাহআলম মিয়ার চেলে বন্দর থানার ২৩(১২)১৫ মামলার আসামী ইয়াকুব হোসেন পপুলাল (২৫)। গতকাল শুক্রবার পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।


Post a Comment

Disqus