বার্তা প্রতিবেদক / ১৫ জুলাই ২০১৬ / বন্দরে আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেনের বড় ভাই আলহাজ্ব কুতুব উদ্দিন আহাম্মেদের খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতারা। গতকাল শুক্রবার সকাল ৯টায় বন্দর থানার সোনাকান্দা এলাকায় মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি নূর ইসলাম চৌধূরী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জি এম আরমান, মহানগর জাতীয়পার্টির আহবায়ক সানাউল্ল্যাহ সানু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ইয়াসিন, বন্দর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবেদন হোসেন, ভাষা সৈনিক আহসানউল্ল্যাহ মৃধা, নাসিক ২০ নং ওয়ার্ড কাউন্সিলর  কাউন্সিলর মোহাম্মদ হোসেন নূর, নাসিক কাউন্সিলর রেজওয়ানা হক সুমী, বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ মাহামুদা আক্তার, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, বন্দর থানা যুবলীগের সভাপতি এাঃ হাবিব মুজাহিদ পলু, দড়িসোনাকান্দা এলাকার সমাজ সেবক নূর হোসেন, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন, ডাঃ শফিউল্ল্যাহ, বন্দর থানা শ্রমিকলীগ নেতা মাহাবুব চৌধূরীসহ বন্দরের সচেতন মহল। মানববন্ধনে বক্তরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় জনতার সহযোগীতার কারনে কুতুবউদ্দিন হত্যা মামলার অন্যতম আসামী খুনী শামীমকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। পুলিশের চরম গফলতি ও উদাসিনতার কারনে  এখন পর্যন্ত এ মামলার আর কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা মানববন্ধন অনুষ্ঠান থেকে ৭ দিনের আল্টিমেটাম দিচ্ছি। বন্দর থানা পুলিশ কুতুবউদ্দিন হত্যা মামলার এজাহারভূক্ত আসামীদের গ্রেপ্তার করতে ব্যার্থ হলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরুধ করা হবে। প্রয়োজনে বন্দর অচল করে দেওয়ার ঘোষনা দেন। মানববন্ধনে প্রচুর লোকের সমাগম ঘটে। 


Post a Comment

Disqus