বার্তা নিউজ / ২২জুলাই ২০১৬/ ১০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১’শ ৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বন্দর থানার পুরান বন্দর এলাকা ও কুড়িপাড়া এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানা পুলিশ মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩১(৭)১৬ ও ৩২(৭)১৬। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুরান বন্দর মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উক্ত এলাকার মৃত বদর উদ্দিন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী শামীম (৪২)কে গ্রেপ্তার করে। অন্যদিকে ধামগড় ফাঁড়ী পুলিশ একই রাতে কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১’শ ৫০ গ্রাম গাঁজাসহ উক্ত এলাকার ইদ্রিস আলী মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৪২)কে গ্রেপ্তার করে। এ রির্পোট লেখা পর্যন্ত ধৃত ২ মাদক ব্যবসায়ীকে পৃথক মাদক মামলায় গতকাল শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 


Post a Comment

Disqus