মাহবুবুল ইসলাম সুমন / ২৬ জুলাই ২০১৬ / ‘সন্ত্রাস জঙ্গীবাদ রুখে দাড়াও বাংলাদেশ’ শ্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাস জঙ্গীবাদ বিরোধী শিক্ষক-ছাত্র-ছাত্রী সমাবেশ হয়েছে। মঙ্গলবার দুপুরে সোনারগাঁও সরকারি কলেজ অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপুর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারি কলেজ গভর্ণিং বডি’র সভাপতি মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ও সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার সোয়েব খাঁন। এ সময় প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও সন্ত্রাস জঙ্গীবাদ বিরোধী এবং সচেতনতামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের নাঃগঞ্জ জেলা প্রতিনিধি একেএম মাহফুজুর রহমান, সোনারগাঁও প্রেস ক্লাবের পক্ষে সংবাদের সোনারগাঁ প্রতিনিধি মাহবুবুল ইসলাম সুমন, দৈনিক বর্তমান পত্রিকার প্রতিনিধি ফরিদ হোসেন ও কলেজের সহকারি অধ্যাপক জি.এম সাদিকুর রহমান প্রমূখ। পরে সন্ত্রাস জঙ্গীবাদে জড়াবোনা মর্মে উপস্থিত সকলকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু।



Post a Comment

Disqus