হবিগঞ্জে প্রতিবেদক/২২জুলাই ২০১৬ /হবিগঞ্জে প্রতিবেদক/ ২২জুলাই ২০১৬ / শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার স্বজন গ্রামের নিকটবর্তী ধলেশ্বরী নদীতে নৌকা ডুবিতে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের লুপ মিয়ার ছেলে সুরাব মিয়া (৮)। মৃত রমুজ মিয়ার ছেলে হক মিয়া (৪৩), তার ছেলে মুজাহিদ মিয়া (১০) ও মেয়ে জান্নাত আরা (৮) । এরা হবিগঞ্জের লাখাইয়ে ধলেশ্বরী নদীতে নৌকা ডুবে একই পরিবারের শিশুসহ চারজনের মারা যায় । সাত যাত্রীর মধ্যে অপর তিন যাত্রী তীরে উঠে তারা আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
জেলার সহকারী পুলিশ সুপার মো. সাজিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হাওরবেষ্টিত এলাকা। এখানে বর্ষায় চলাচলের একমাত্র মাধ্যম নৌকা। তারা নদী পারাপারের সময় তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়।

Post a Comment
Facebook Disqus