বার্তা নিউজ / ২৪ জুলাই ২০১৬ / বন্দর থানা পুলিশ গতকাল রোববার সকাল ১১ টায় বন্দরের একরামপুর সুইপার কলোনীতে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা কলোনীতে বসবাস করে বাইরে চোলাই মদ বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতরা হলো সুআপার কলোনীর হরি নারায়ণ লালের ছেলে রিপন লাল (৩৫) ও মৃত হরেন্দ্র নাথ বর্মণের ছেলে বিশ্বাস সিন্দু বর্মণ(৩৬)। এ ব্যপারে থানায় মামলা হয়েছে। বিকেলে পুলিশ তাদের মাদক মামলায় আদারতে প্রেরণ করে।

Post a Comment
Facebook Disqus