![]() |
| সাংবাদিক ফজলে রাব্বী সোহেলের নানী চেমন আরা বেগমের ইন্তেকাল |
ফজলে রাব্বী সোহেল / বর্তমান বার্তা / ১৯ জুলাই ২০১৬ / দৈনিক আমার দেশ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ফজলে রাব্বী সোহেলের নানী চেমন আরা বেগম বার্ধক্য জনিত কারণে গতকাল মঙ্গলবার গভীর রাতে উদ্ধবগঞ্জস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। এসময় তিনি দুই ছেলে তিন মেয়ে সহ বহু আতী¡য় স্বজন রেখে গেছেন। সকালে উদ্ধবগঞ্জস্থ হাজী শহিদুল্লা প্লাজা মাঠে জানাজা শেষে মরহুমার লাশ হাড়িয়া কবরস্থানে দাফন করা হয়।

Post a Comment
Facebook Disqus