ফরিদপুর প্রতিনিধি: / ১৯ জুলাই ২০১৬ /ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে মা-বাবার ওপর অভিমান করে শামীম মাতুব্বর (১০) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে সালথা থানা পুলিশ। শামীম ওই গ্রামের মো. কামাল মাতুব্বরের ছেলে ও ইউসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান, শামীমের নিয়মিত মাথাব্যথার রোগ ছিল।
একাধিকবার ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ানোর পরেও তার মাথাব্যথার রোগ নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রতিদিনের মতো সোমবার (১৮ জুলাই) রাতেও মাথাব্যথা শুরু হয় তার। এক সময় অধৈর্য হয়ে শামীমকে রাগারাগি করেন তার মা-বাবা। এতে মা-বাবার ওপর অভিমান করে ওই রাতেই বিষপান করে আত্মহত্যা করে শামীম। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Post a Comment
Facebook Disqus