বার্তা নিউজ / ২৬ জুলাই ২০১৬ / ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীর মাথার চুল কেটে দিয়েছে পাষন্ড স্বামী। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ বন্দরের স্বল্পের চক এলাকায়। বিকেলে পুলিশ পাষন্ড স্বামী সাইফুল ইসলাম (৩০) কে গ্রেফতার করে।
বন্দর থানার দারোগা ওমর ফারুক জানান, নারায়ণগঞ্জ বন্দরের স্বল্পেরচক এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম  প্রায় ১৩ বছর পূর্বে  কুশিয়ারা এলাকার ওমর আলীর মেয়ে রাজিয়া (২৮) কে বিয়ে করে। সে ৩ সন্তানের জননী। শনিবার সকালে স্বামী তার স্ত্রী রাজিয়ার কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করে। এ যৌতুকের জন্য সে তার স্ত্রীকে নির্যাতনের এক পর্যায়ে মাথার চুল কেটে দেয়। পরে বাড়ির অন্যান্য লোকদেও সহায়তায় আহতাবস্থায় তাকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়।  এ ব্যাপারে বন্দর থানায় রাজিয়া অভিযোগ দায়ের করেছেন। তদন্তকারী দারোগা ওমর ফারুক জানান, বিকেলে অভিযুক্ত স্বামী সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা নেয়া হচ্ছে। 


Post a Comment

Disqus