বার্তা নিউজ / ২৯ জুলাই ২০১৬ / আহলে সুন্নাতওয়াল জামা’আত সমন্বয় কমিটির উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার সুন্নি ওলামা-পীর মাশায়েখ, বুদ্ধিজীবী ও বিশিষ্টজনদের সাথে মত বিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ ডি. আই. টি. আলী আহম্মেদ চুনকা সিটি পাঠাগার হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাতওয়াল জামা’আত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক এম. এ. মতিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রণ্ট এর প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আলহাজ মুহাম্মদ হারুন-অর-রশিদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন সংখ্যা গরিষ্ট মুসলমানদের এদেশে ওলামা-পীর মাশায়েখ গন মসজিদে, মাদ্রাসায়, দরবার- খানকায় ও বিভিন্ন স্থানে পৃথক ভাবে সুন্নিয়তের কাজ করেও দৃষ্ঠি আকর্ষন করতে সক্ষম হচ্ছে না বিধায় সুন্নিদের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করা আজ সময়ের দাবি। তিনি আরো বলেন ইসলামের মূলধারা সুন্নিয়াত ও সুফিভাবধারার চরম শত্রু জঙ্গিবাদ এখন বাংলাদেশে তার ভয়াবহ আন্তর্জাতিক রূপ নিয়ে আবির্ভূত হচ্ছে-যা বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমরা সুন্নি-সুফী চিন্তাধারার অনুসারীদের জন্য এক মহা আতংক ও হুমকী হয়ে আবির্ভূত হচ্ছে।এমন একটি ভয়াবহ দূর্যোগ মোকাবেলা করে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে আজ দরকার সুন্নি-সুফিজনতার যুগোপযোগী কর্মসূচির মাধ্যমে সুন্নিয়তের এক মহা জাগরণ। কাক্সিক্ষত সে মহা জগরণের ধ্বনিকে জাতীয়ভাবে তুলে ধরতে হলে আজ প্রয়োজন একটি দেশ কাঁপানো রাজধানীভিত্তিক শো-ডাউন। তাই আগামী ১২ নভেম্বর’ ১৬ ঐতিহাসিক ঢাকা সোহরাওয়াদী উদ্যানে সে দেশ কাঁপানো মহাসমাবেশে উপস্থিত হয়ে প্রমান করুন সুন্নিরাই এদেশে সংখ্যা গরিষ্ঠ, সুন্নিরাই সেরা।
মুফতি মুহাম্মদ আলীআকবরের সভাপতিত্বে এবং আলহাজ মুহাম্মদ আফজাল হোসাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন হামিদী, মুহাম্মদ হোসাইন, এইচ.এম. সহিদুল্লাহ্, মুহাম্মদ নূরুল্লাহ্ রায়হান, মুহাম্মদ এমরান হোসেন তুষার, মাওলানা মুহাম্মদ আমিনুল হক রিপন, হাফেজ মাওলানা মুহাম্মদ আউব আলী, মুহাম্মদ আবদুল হাকিম, হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান খোকন, মাওলানা মুহাম্মদ বদরুল আলম, মাওলানা আবু নাসের মুহাম্মদ মুসা, মাওলানা মুহাম্মদ তামিম বিল্লাহ্, মুফতি মুহাম্মদ আব্বাস উদ্দিন, মাওলানা মুহাম্মদ মিরাজ, মাওলানা মুহাম্মদ হাসান প্রমূখ। সভা শেষে মিলাদ ও কেয়ামের পর মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আলহাজ মুহাম্মদ জামাল উদ্দিন মমিন।

Post a Comment
Facebook Disqus