বার্তা নিউজ / ২৭ জুলাই ২০১৬ / দিন দুপুরে এক স্কুলছাত্রী (১৪)কে রাস্তা থেকে অপহরনের পর গন ধর্ষনের ঘটনায় ধৃত ৩ ধর্ষককে ৩ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ অব্যহত রেখেছে বন্দর থানা পুলিশ। গত মঙ্গলবার দুপুরে ধৃত ৩ ধর্ষককে আদালত থেকে রিমান্ডে আনে পুলিশ। যার মামলা নং- ৪৫(৭)১৬ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৩)/৩০। গত ২৪ জুলাই রোববার দুপুরে বন্দর রেললাইনস্থ বাগবাড়ী প্রজেক্টে ভিতরে ছনক্ষেতে এ গন ধর্ষনের ঘটনাটি ঘটে। জানা গেছে, বন্দর থানার নবীগঞ্জ কবিলারমোড়স্থ হাকিম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া ও আব্দুল মালেক মিয়ার স্কুল পড়–য়া মেয়ে হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে গত রোববার দুপুর দেড়টায় বন্দর রেললাইনস্থ বাগবাড়ী এলাকার এক রাস্তা থেকে জোর পূর্বক অপহরন করে নিয়ে যায় একই থানার নবীগঞ্জ কবিলারমোড়স্থ বাগবাড়ী এলাকার রতন মিয়ার লম্পট ছেলে তুষার(২২) একই এলাকার রফিকুল ইসলামের ছেলে সহিদ হোসেন মুন্না (১৯) ও কদম রসুল মাঠপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে রায়হান (১৮)। পরে স্কুলছাত্রীকে বন্দর রেললাইনস্থ বাগবাড়ী প্রজেক্টে ভিতরে নিয়ে গিয়ে ছনক্ষেতে ফেলে গন ধর্ষন করে। স্কুলছাত্রী আতœচিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় নরপশু ধর্ষকরা কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা লাভলি বেগম বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বন্দর থানার এসআই আব্দুর রহমানসহ তার সঙ্গীয় র্ফোস গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ কবিলারমোড় এলাকায় অভিযান চালিয়ে উল্ল্যেখিত ৩ ধর্ষককে গ্রেপ্তার করে। ধৃত ৩ নরপশুকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে গত মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আব্দুর রহমানের সাথে আলাপকালে তিনি জানিয়েছে, ধৃত ৩ ধর্ষক রিমান্ডে গুরুত্বপূর্ন তথ্য প্রদান করেছে। মামলার তদন্ত স্বার্থে এখন কোন তথ্য দিতে পারছিনা। এ রির্পোট লেখা পর্যন্ত ধৃত ৩ ধর্ষককে থানা হাজতে আটক রেখে জিজ্ঞাসাবাদ অব্যহত রেখেছে।

Post a Comment
Facebook Disqus