বার্তা নিউজ/ ১১ আগষ্ট ২০১৬ / আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা উত্তর কলাগাছিয়া গ্রামের ওয়াজকরনী দখলকৃত সম্পত্তির উপর একটি একচালা টিনের ঘর একই এলাকার মৃত আক্রম উদ্দিনের পুত্র সাহাজ উদ্দিন, আক্রমউদ্দিন খানের পুত্র ইব্রাহিম ও সেলাম, কালাম মিয়ার পুত্র সাহাদাত, আঃ রশিদের পুত্র মনির হোসেন একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে গত ১০ আগষ্ট বুধবার আনুমানিক বিকাল ১.৩০ টার সময় ওয়াজকরনীর ঘর ভাংচুর, কাঠ ও ফলজ জাতীয় গাছপালা কেটে তার দখলকৃত সম্পত্তি জোর পূর্বক দখল নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উক্ত দখলকৃত সম্পত্তির আঃ রশিদ ও নাবালক বারেক গত ০২-০৩-১৯৭৭ সালে ২৯০৯৪৬ দলিল মুলে সাবকাওলা বিক্রি করে একই এলাকার আঃ সোহবানের স্ত্রী মোসাঃ খোসেদা আক্তার এর নিকট। ক্রয় সূত্রে খোসেদা মালিক থাকিয়া ভোগ দখল করিলে পরবর্তীতে পৈত্রিক ওয়ারিশ সূত্রে আঃ সোহবানের পুত্র ওয়াজকরনী সম্পত্তির মালিক হইয়া ভোগ দখলে থাকা অবস্থায় প্রতিপক্ষ জোর পূর্বক দখল নেওয়ার পায়তারা করছে। উক্ত সম্পত্তি নিয়া বিজ্ঞ আদালতে মামলা চলাকালিন সময় প্রতিপক্ষ এই সম্পত্তি দখল নেওয়ার জন্য সন্ত্রাসী কার্যকলাপ চালায়। ওয়াজকরনী বাধা দিতে গেছে তার স্ত্রী আয়েশা আক্তারকে সন্ত্রাসী বাহিনী মার পিট ও গাল মন্দ করে চলে যায়। যাওয়ার সময় ওয়াজকরনীকে ভয় ভীতি হুমকি দিয়ে চলে যায়। উপরোক্ত বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ ঘর ও গাছপালা ভাংচুর ও লুট পাট করে। উপরোক্ত বিষয়ে বিজ্ঞ আদালতের নিকট ওয়াজকরনীর জোরালো দাবি সুষ্ঠু বিচারের।

Post a Comment
Facebook Disqus