বার্তা নিউজ/ ১১ আগষ্ট ২০১৬ / বন্দর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১’শ ১৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৫ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে বন্দর থানার বিভিন্ন স্থান থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে পুলিশ। বন্দর থানার মামলা নং- ১৯(৮)১৬, ২১(৮)১৬ ও ২২(৮)১৬। থানা সূত্রে জানা গেছে,ধামগড় ফাঁড়ীর ইনর্চাজ এসআই মাজহারসহ তার সঙ্গীয় র্ফোস গত বুধবার রাতে বন্দর থানার ফুলহর এলাকায় অভিযান চালিয়ে ২২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উক্ত এলাকার সোলেমান মিয়ার মাদক ব্যবসায়ী ছেলে রহমান কন্ট্রাকটার (৩৫)কে গ্রেপ্তার করে। পরে বন্দর থানার এসআই আলমগীরসহ তার সঙ্গীয় র্ফোস একই  রাতে সোনাকান্দা কেল্লা মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বন্দর রুপালী গেইট এলাকার মৃত কাইল্লা আক্তার মিয়ার চিহিৃত মাদক ব্যবসায়ী ছেলে ও একাধিক  মাদক মামলার আসামী  কাইল্লা আরফি (৩৫) ও তার সহযোগি বন্দর রাজবাড়ী এলাকার হীরা মিয়ার বাড়ীর ভাড়াটিয়া ও উক্ত এলাকার লাল্টু মিয়ার ইয়াবা ব্যবসায়ী ছেলে আল আমিন (২২)কে গ্রেপ্তার করে। অন্যদিকে বন্দর ফাঁড়ীর ইনর্চাজ এসআই অখিলসহ তার সঙ্গীয় র্ফোস উক্ত রাতে বন্দর থানার স্কুলঘাটস্থ একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে ২২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বন্দর রুপালী গেইট এলাকার সিরাজ মিয়ার ছেলে সবুজ (৩২)কে গ্রেপ্তার করে। এদিকে বন্দর থানার এএসআই হানিফসহ তার সঙ্গীয় র্ফোস দড়িসোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ৯ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সোনাকান্দা এলাকার দেলোয়ার হোসেন মিয়ার ছেলে ইয়াবা বিক্রেতা গোলাপ (২২)কে গ্রেপ্তার করে। ধৃত ৫ মাদক ব্যবসায়ীকে পৃথক ৪টি মাদক মামলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 


Post a Comment

Disqus