বার্তা নিউজ/ ২১ সেপ্টেম্বর ২০১৬ / bন্দরে তিন মাদক বিক্রেতাকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার  বন্দর উপজেলা সহকারি কমিশনার(ভুমি) হোসেন আরা বিনা নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত গঠন করে এ সাঁজা প্রদান করেন।কারাদন্ড প্রাপ্ত হচ্ছেন, বন্দরের লক্ষ্যার চর দক্ষিণপাড়া এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মোশারফ হোসেন(৬০), মাহমুদ নগর এলাকার নূরইসলামের ছেলে জামাল(৩৫) ও মাহমুদনগন কলাবাগ এলাকার ইকবাল মিয়ার ছেলে রাজু(২৮)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বন্দরের মদনগঞ্জ বাজার ও ফরাজিকান্দা বাসস্ট্যান্ডে ফেরি করে গাঁজা বিক্রি করছিল মোশারফ, জামাল ও রাজু। এ সময় তাদের হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতদের বুধবার উপজেলা কার্যালয়ে নেয়া হলে সহকারি কমিশনার(ভুমি) হোসেন আরা বিনা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Post a Comment

Disqus