বার্তা নিউজ / ০৭ অক্টোবর ২০১৬ / বন্দর থানা পুলিশ নারী নির্যাতন মামলায় ভ’য়া দারোগা আশরাফুল ইসলাম রোমান (৩৩) কে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে মদনগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ভ’য়া দারোগা রোমান মদনগঞ্জ এলাকার নুরুল আমিন মুহুরীর ছেলে। সে বিভিন্ন এলাকায় নিজেকে দারোগা পরিচয় দিয়ে প্রতারণা করে বেড়াত। এ ঘটনায় সে একাধিকবার গ্রেফতারও হয়েছে। তার কাছ থেকে দারোগার পোষাক ও  হেন্ডকাপ উদ্ধার হয়েছিল। সে নিজেকে দারোগা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় মেয়েদের ফুসলিয়ে বিয়ে করে। এ নিয়ে তার ৪টি বিয়ে হয়। অবশেষে বন্দরের কুশিয়ারা এলাকায় নিজেকে দারোগা পরিচয় দিয়ে এক মেয়েকে বিয়ে করে। পরে ঘটনা ফাঁস হয়ে গেলে রোমানের সাথে তার ৪র্থ স্ত্রীর ঝগড়া হয়। এর সুত্র ধরে সে স্ত্রীকে মারধর করে। এ ঘটনায় থানায় নারী নির্যাতন মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে। গতকাল শুক্রবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।


Post a Comment

Disqus