বার্তা নিউজ / ০৩ অক্টোবর ২০১৬ / যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শাররীক নির্যাতন করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গতকাল সোমবার সকালে গৃহবধূ হ্যাপী আক্তার বাদী হয়ে তার স্বামীসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ ও র্নিযাতিত গৃহবধূর আতœীয় স্বজনদের সাথে আলাপ কালে জানা গেছে, গত দেড় বছর পূর্বে বন্দর কলাবাগ এলাকার হারুন অর রশিদ মিয়ার মেয়ে হ্যাপী আক্তারের সাথে একই এলাকার আশ্রাফ মিয়ার মাদকসেবী ছেলে ফয়সালের সাথে ইসলামিক শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুক লোভী স্বামী ফয়সাল তার পিতা আশ্রাফ মিয়া ও মা আক্তার বানুসহ জামাতা বিল্লাল মিলে তাকে শাররীক ও মানসিক ভাবে নির্যাতন করে আসচ্ছে। র্নিযাতনের কারনে গত ২ মাস পূর্বে গৃহবধূ হ্যাপাী আক্তার তার পিত্রালয়ে বসবাস করে। এর জের ধরে গত ২ অক্টবর রাত সাড়ে ১০টায় উল্লেখিত স্বামী, শ্বশুড়, শ্বশুড়ী ও জামাতা মিলে গৃহবধূর পিতার বাড়ীতে প্রবেশ করে হ্যাপী আক্তারকে বেদম পিটিয়ে আহত করে। পরে স্থানীয় এলাকাবাসীর সহতায় হ্যাপীকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে এ ঘটনায় আহত গৃহবধূ বাদী হয়ে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন।

Post a Comment
Facebook Disqus