বার্তা নিউজ/২৩ অক্টোবর ২০১৬ / রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসায় দুই শিশু সন্তানসহ এক মাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর জানা যায়, দেড় বছরের শিশু আরিয়ানের মৃত্যু হয়েছে। মা শাহানা (৩৫) ও তার অপর সন্তান মেয়ে আগমনীকে (৪) ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ বলছে, এটি একটি রহস্যজনক ঘটনা। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে মা তার দুই সন্তানকে বিষাক্ত কিছু খাইয়ে হত্যার চেষ্টা করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে ঘটনার পর থেকে শাহানার স্বামী আমজাদ হোসেন পলাতক থাকায় রহস্য আরো ঘনীভূত হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আমজাদ হোসেন। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে উত্তর বাড্ডার খান মসজিদের পাশে পঞ্চকুল নামক ভবনের চতুর্থ তলার একটি ফ্লাটে ভাড়া থাকতেন। 
ওই ফ্লাটে আমজাদের প্রতিবেশী সেলিম জানান, গতকাল শনিবার রাত আড়াইটার দিকে আমজাদ তার মোবাইলে কল করেন। কল রিসিভ করতেই আমজাদ তাকে জানান, ‘বাসায় অনেকবার ফোন করছি, কিন্তু কেউ ফোন ধরছে না। আপনি একটু আমার বাসায় গিয়ে দেখেন তো কি হয়েছে?’ পরে সেলিম তাদের বাসায় গিয়ে দেখেন দরজা বন্ধ। তিনি বাইরে থেকে অনেক ডাকাডাকি করেন। কিন্তু কেউ সাড়া না দেওয়ায় বাড়িওয়ালাকে খবর দেন। বাড়িওয়ালা এসে দরজা ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেন।
এক পর্যায়ে তারা দরজা ভেঙ্গে দেখেন, মা ও দুই সন্তান বিছানার ওপর অচেতন অবস্থায় পড়ে আছে। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে ছোট ছেলে দেড় বছরের আরিয়ানের মৃত্যু হয়।

Post a Comment

Disqus