বারতা নিউজ / ২৪ অক্টোবর ২০১৪ /  বন্দরে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর এবং কিশোরীর মাকে ছুরিকাঘাত করেছে রানা (৩০) নামে এক বখাটে। বন্দরের ফরাজীকান্দা লাহোর বাড়ি এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। বখাটে রানা বন্দরের বেপারীপাড়া এলাকার মৃত জমির আলীর ছেলে। এ ব্যাপারে রোববার রাতে বন্দর থানায় কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। বখাটে লম্পট রানা পলাতক রয়েছে।
পুলিশ জানায়, বন্দরের ফরাজিকান্দা  লাহোর বাড়ি এলাকার  আচার বিক্রেতার আলামিন ওরফে কাইল্যার কিশোরী (১৫) মেয়ের  কাছে ঘওে গিয়ে পানি পান করতে চায় বখাটে রানা। পানি আনার জন্য কিশোরী ঘরের ভিতরে প্রবেশ করলে  বখাটে রানা ঘরে ঢুকে দরজা আটকে দেয় এবং বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে । এ সময় তার চিৎকারে মা ছুটে এলে রানা তার বা হাতে ছুরিকাঘাত করে চলে যায়। বন্দর থানার ওসি আবুল কালাম জানান, এ ব্যাপারে কিশোরীর মা মামলা দায়ের করেছেন। 


Post a Comment

Disqus