বর্তমান বার্তা ডট কম / ১১ নভেম্বর ২০১৬ / বেশি কফি খেলে ঘুম কমে যায়। ছাপ পড়ে চেহারায়। এসব তো পুরনো গল্প। কিন্তু জানেন কি, কফি রূপ চর্চার কাজেও লাগে।
১. কফি কিন্তু দারুণ স্ক্রাবার। দুধের সরের সঙ্গে কফি দানা মিশিয়ে মুখে ঘষুণ। ত্বকের মরা কোষ ঝরে যাবে।
২. রাতে ঘুম কম হলে ছাপ পড়ে চোখে। চোখের কোণে কালি, কোটরে ঢুকে যাওয়া চোখ তার লক্ষ্মণ। কাপে কফি ছাকার পর পড়ে থাকা কফি ছোট রুমালে ভরে ফেলুন। ফ্রিজে ঠাণ্ডা করে চোখের ওপর রাখুন। ক্লান্তি দূর করবে।
৩. চুলে হাইলাইট করতে চান? কফি প্রাকৃতিকভাবে সেই কাজটা করবে। কন্ডিশনারে ২ চামচ কফি গুঁড়া মেশান। শ্যাম্পু ধুয়ে চুলে লাগিয়ে নিন। ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ভালো রং ধরবে।
৪. খুব মোটা ছিলেন। তা থেকে হঠাৎ রোগা হলে ত্বকে তার দাগ থেকে যায়। ওই দাগের ওপর বডি অয়েল আর কফি গুঁড়া ম্যাসেজ করুন। কিছুটা হলেও দাগ দূর হবে।
৫. অলিভ তেলের সঙ্গে কফি গুঁড়া মিশিয়ে সারা শরীরে ম্যাসেজ করুন। ত্বক নরম হবে। দাগ-ছোপও দূর হবে।

Post a Comment
Facebook Disqus