বার্তা নিউজ / ১৮ নভেম্বর ২০১৬ / নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, আমি চুনকার মেয়ে ভাঙ্গবো তবু মচকাবনা। নারায়ণগঞ্জের একটি গডফাদার পরিবারের নেতৃত্বে তৃর্নশূলের নামে সার্কিট হাউজে গোপন বৈঠক তা প্রধানমন্ত্রী জানেন। দলীয় মনোনয়ন আমিই পাব। নৌকার মালিক প্রধানমন্ত্রী তিনিই আমাকে নৌকা দেবেন এবং আমি নৌকার মান রাখব। গতকাল শুক্রবার সকাল ১০ বন্দরের মদনগঞ্জে প্রবীন আওয়ামী লীগ নেতা মরহুম আঃ হক মাদবরের বাড়িতে মরহুমের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে উপস্থিত জনতার উদ্যেশ্যে তিনি এ কথা বলেন। মদনগঞ্জ থেকে বন্দরের নবীগঞ্জে বাদ জুমা ঐতিহাসিক কদম রসুল দরগাহ শরীফে মিলাদ মাহফিলের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন। শত শত কর্মীদের নিয়ে তিনি জুমার আগে কদম রসুল দরগাহ শরীফে আসেন। জুমার নামাজ আদায় শেষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া শেষে তিনি দরগাহের বিভিন্ন মাজার জেয়ারত করেন। মিলাদে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা হাফেজ কাজী শরিফুল্লাহ শাহীন। দোয়া বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সাগর, যুবলীগ নেতা আবু সুফিয়ান, কামরুল হুদা বাবু, শুক্কুর প্রধান, এড. শাখওয়াত উপস্থিত ছিলেন। দোয়া শেষে নেওয়াজ বিতরণ করা হয়।
Post a Comment
Facebook Disqus