বার্তা নিউজ / ২৪ নভেম্বর ২০১৬ /  গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জগঞ্জ সিটি কপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বন্দরের ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে ছিল আনন্দ, উৎসাহ, উদ্দীপনা। প্রার্থীরা  মনোনয়নপত্র জমা দিয়ে দুপুরের পর হতে আধাজল খেয়ে সমর্থকদের নিয়ে নিজ নিজ ওয়ার্ডে ব্যাপকভাবে গনসংযোগ চালাচ্ছে। এক মিনিটের জন্যেও সময় নষ্ট করতে রাজী নয় প্রার্থীরা। গতকাল শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বন্দরের ১৯ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর ফয়সার মোঃ সাগর, ২০ নং ওয়ার্ড থেকে শিল্পপতি গোলাম নবী মুরাদ, ব্যবসায়ী আওলাদ হোসেন পোকা, ২১ নং ওয়ার্ড হতে ব্যবসায়ী ও বিএনপি’র নেতা নূর মোহাম্মদ পনেছ, ২৩ নং ওয়ার্ড হতে সাবেক এমপি আবুল কালামের ছেলে ছাত্রদল নেতা আবুল কাউসার আশা। সংরক্ষিত ১৯,২০,২১ নং হতে রেদওয়ানা হক সুমী, নতুন মুখ শিউলী নওশাদ। অন্যান্য প্রার্থীরা শেষ দিনের অপেক্ষা না করে আগেই জমা দিয়েছেন বলে জানা গেছে। আগামী ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্ধের পর নির্বাচনী প্রচার-প্রচারনা আরো জমে উঠবে বলে ধারনা করা হচ্ছে।  


Post a Comment

Disqus