বার্তা নিউজ / ১১ নভেম্বর ২০১৬ / বন্দরের লাঙ্গলবন্দে মাদকের ফেরিওয়ালা ভন্ড পাগল শাজাহান। গত শনিবার লাঙ্গলবন্দ বাসষ্টান্ডে মাদক প্রতিরোধ কমিটির লোকদের কাছে মাদক সহ ধরা-পরেন ভন্ড পাগল শাজাহান। বেশ কয়েকদিন যাবত ভন্ড পাগল শাহজাহান ফেরী করে মাদক বিক্রি করে আসছিল। শনিবার ভন্ড কে ধরার জন্য উৎপেতে থাকে মাদক বিরোধী কমিটির সদস্যরা। সে বাস স্ট্যান্ডে এলেই তাকে ধরে তার দেহ তল্লাশী করে গাঁজাসহ গাঁজা সেবন ও ইয়াবা সেবনের উপকর পাওয়া যায়।
এলাকাবাসী জানান, পুলিশ তাকে ধরলেও ছেড়ে দেয় পাগল বলে। তার হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় মাদক এমন ভাবে রাখে যেন যাদু দিয়ে মাদক গ্রাহতের হাতে তুলে দেয়। তার পরেন লাল সালু-আর গামছা, গলায় হরেক রঙ্গের পাথর ও পুতির মালা। শনিবার সন্ধায় তাকে মাদকসহ ধরে পিটুনি দিয়ে ছেড়ে দেয়। ভন্ড শাহজাহান লাঙ্গলবন্দ ব্রীজের ঢালে আস্তানা গেড়ে মাদক বিক্রি করতো।

Post a Comment
Facebook Disqus