ঢাকা: নিখোঁজ হওয়ার সাড়ে তিন মাস পর ঊদ্ধার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মুজিবুর রহমান মুজিব। সোমবার গাজীপুরের টঙ্গী থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। একই সঙ্গে মুজিবের সাথে নিখোঁজ ড্রাইভার রেজাউল করিম সোহেলও জীবিত আছে বলেও জানা গেছে।
ইউনাইটেড হাসপাতালের কাস্টমার রিলেশন অফিসার মোজাম্মেল হোসেন সাংবাদিকদের জানান, মুজিবুর রহমান মুজিব সোমবার রাত ৮টা ৫৪ মিনিটে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছে। এ মুহূর্তে তিনি ডা. রেজাউল ইসলামের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
মুজিবুর রহমানের শ্যালক ব্যারিস্টার আনোয়ার হোসেন জানান, সোমবার সকালে টঙ্গী থেকে মুজিব গুলশানে তার বাসায় আসেন। শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। মুজিবের সাথে নিখোঁজ ড্রাইভার রেজাউল করিম সোহেলও জীবিত আছে বলে তিনি নিশ্চিত করেছেন।
ব্যারিস্টার আনোয়ার জানান, ইউনাইটেড হাসপাতালে আমরা মুজিবের হেলথ চেক আপ করছি। মাথা ঘুরানোসহ তার শরীরে আরো কিছু উপসর্গ লক্ষ্য করা গেছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মুজিব আমাদের তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, দেশে ‘হত্যা-গুম’-এর প্রতিবাদে গত ৪ মে সুনামগঞ্জে বিএনপির এক সমাবেশে যোগ দেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান। সমাবেশ শেষে সিলেটে যাওয়ার পথে তিনি এবং তাঁর গাড়িচালক রেজাউল হক নিখোঁজ হন। এ ঘটনার এক দিন পর মুজিবুরের আত্মীয় রবিউল ইসলাম সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে এটিকে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্

Post a Comment

Disqus